Thursday 23 April 2020

মৃতের উল্লাস


মৃতের উল্লাস


কখন অজান্তে, আমি মিশে গেছি মৃত মানুষের ভিড়ে!
নিজেও বুঝিনি কখন যে মারা গে’ছি ধীরে ধীরে।
আমি মৃত, সেদিনই তো, ইচ্ছাগুলো করেছ উপহাস,
অবহেলা করে ফেলে দিয়েছ বেওয়ারিশ এক লাশ।
যতই নাচো ভেবে আমি ম’রে গেছি, তুমি বেঁচে গে’ছ, আহা!
স্মরণে স্বপনে তাড়া করে দেখ আমার জীবনস্পৃহা।


No comments:

Post a Comment